ঢাকা ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
ভোলার ইলিশা থেকে অবৈধভাবে সয়াবিন তেল মজুদকারী দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪ হাজার ৩০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ডের দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা একটি অভিযান চালায়।
অভিযানকালে ভোলার ইলিশা ফেরী ঘাট এলাকা থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ২৪ ব্যারেল (৪ হাজার ৩০০ লিটার) অবৈধ সয়াবিন তেল ও দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা ভোলার লালমোহনের লেছসকিনা গ্রামের বাসিন্দা।মুনিফ তকি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার তেল ও আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network