ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২
দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও সরকারের খোলা বাজারে পন্য বিক্রি (ওএমএস) শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন সড়কে ভোক্তাদের হাতে পন্য তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। এ সময় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য বিভাগ জানায়, বরিশাল নগরীতে গতকাল প্রথম দিন ১০টি পয়েন্টে ট্রাক সেল এবং ১১টি দোকানেসহ মোট ২১ স্থানে ওএমএস বিক্রি হয়। একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৫ কেজি চাল এবং ১৮ টাকা দরে সর্বোচ্চ ৩ কেজি আটা কিনতে পারছেন। বরিশাল নগরীতে মোট ডিলার ৪০ জন।
বাজারের চেয়ে তুলনামূলক কম দামে চাল ও আঁটা কিনতে পারায় খুশী সাধারন ক্রেতারা। তারা অন্যান্য নিত্য পন্যও সরবরাহের দাবী জানিয়েছেন।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, খোলা বাজারে চাল ও আটা বিক্রির ফলে বাজারে স্থিতিশীলতা ফিরবে। আগামী ৩ মাস এই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network