ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২২
স্টাফ রিপোর্টার ॥ বরিশাল মহানগর জাপার আহবায়ক, চেয়ারম্যনের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে শোকজ করা হয়েছে। গতকাল পার্টির মহাসিচব মোঃ মজিবুল হক চুন্নু এমপি স্বাক্ষরিত শোকজ নোটিশটি সংবাদকর্মীদের হাতে পৌছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না এজন সাত কর্মদিবস সময় দেয়া হয়েছে।
জানা গেছে গত ২৩ সেপ্টেম্বর বরিশালে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় ব্যানার নিয়ে তমুল হট্টগোল বাধে। দলের কো চেয়ারম্যান সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপির উপস্থিতিতেই এক পর্যায়ে মহানগর ও জেলার নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রে অভিযোগ আকারে গেলে ক্ষুদ্ধ হন শীর্ষ নেতারা। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ হাবুলকে শোকজ করা হয়।
শোকজে উল্লেখ করা হয়েছে গত ২৩ সেপ্টেম্বর বরিশালে আয়োজিত বর্ধিত সভায় আপনি ( অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল) নীচে অবস্থান করে সভা বানচাল করার ইন্দন যোগান এবং ব্যানার ছিড় ফেলে সভা বানচাল করার চেষ্টা করেন। উপরোক্ত কাজ কেন দলীয় শৃংখলা ভঙ্গ হবে না এবং তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না এজন্য সাত কর্ম দিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এ ব্যাপারে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, শোকজ নোটিশ তিনি হোয়াটস অ্যাপ এ পেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগকে তিনি অস্বিকার না করে বলেন, ঘটনা স্থলে তিনি ছিলেন না তবে যারা রওশন এরশাদের ছবি ছিড়েছেন, আমি কাদের সমর্থন করি। তার মতে রওশন এরশাদ বর্তমানে রাজনৈতিক দালাল হিসাবে পরিচিত । জাতীয় পার্টিতে তার কোন অবদান নাই।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network