ঢাকা ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
১৬ দিন পর শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটীয় মহাযজ্ঞে বিজেতাদের জন্য প্রাইজমানির পরিমাণ জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বমোট ৫৬ লাখ ডলার প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৭ কোটি টাকার সমান। চ্যাম্পিয়নদের ১৬ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ কোটি টাকারও বেশি। রানার্সআপ দল তার অর্ধেক পরিমাণ টাকা পাবে। অর্থাৎ, ৮ লাখ ডলার প্রাইজমানি রানার্সআপদের জন্য।
সেমিফাইনালিস্টদের জন্যও পুরস্কার ঘোষণা করেছে আইসিসি। সেমি থেকে বিদায় নেয়া প্রত্যেক দলের পকেটে ঢুকবে ৪ লাখ ডলার (৪ কোটি টাকার বেশি) করে। অর্থাৎ, বাদ পড়া দুই দল পাবে মোট ৮ লাখ ডলার।
সুপার টুয়েলভে প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে (৪০ লাখ টাকা)।
বিজ্ঞাপন
সুপার টুয়েলভের মোট ৩০ ম্যাচে আইসিসির প্রাইজমানি ১২ লাখ ডলার (১২ কোটি টাকার বেশি)। বাছাই পর্বেও প্রতিটি জয়ের জন্য বরাদ্দ থাকছে ৪০ হাজার ডলার করে।
সুপার টুয়েলভ থেকে বিদায় নেয়া ৮ দলের প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা ৭০ লাখ টাকার কিছু বেশি। বিদায় নেয়া ৮ দলের মোট প্রাইজমানি হলো ৪ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া প্রথম রাউন্ড (বাছাই পর্ব) থেকে বিদায় নেয়া চার দলের প্রত্যেকে পাবে ৪০ হাজার ডলার করে। বাংলাদেশি টাকায় যা ৪০ লাখ টাকার কিছু বেশি।
আগামী ১৬ই অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৩ই নভেম্বর হবে টুর্নামেন্টটির ফাইনাল।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network