ঢাকা ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২
গতকাল বুধবার ছিল দুর্গাপ্রতিমা বিসর্জনের দিন। এদিন সকালে প্রতিটি মণ্ডপে দেবী দুর্গার দশমীর বিহিত পূজা শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মীয় রীতি মেনে বিসর্জন দেওয়া হয় দুর্গাপ্রতিমা। এরপর বিভিন্ন নদী ও পুকুরঘাটে শুরু হয় ওই দুর্গাপ্রতিমার আনুষ্ঠানিক বিসর্জন বা নিরঞ্জন পর্ব। প্রতিমা বিসর্জনের সময় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারের মাল নদীতে প্রাণ গেল আটজনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
গতকাল রাত নয়টার দিকে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে চলছিল দুর্গা বিসর্জন পর্ব। এদিন এখানে বৃষ্টি ছিল না। নদীও শান্ত ছিল। আর এরই পরিপ্রেক্ষিতে মালবাজারের বিভিন্ন বারোয়ারি পূজার প্রতিমাসহ এলাকার চা–বাগানের বিভিন্ন সর্বজনীন পূজার প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে আসা হয় মাল নদীর তীরে। সেখানে ভক্তরা বিভিন্ন ট্রাকে করে আনা দুর্গাপ্রতিমা নামিয়ে তা বিসর্জন দিচ্ছিলেন।
হঠাৎ এ সময় কাছের পাহাড় থেকে প্রবল বেগে পানি এসে জলোচ্ছ্বাস বা হড়কা বানে ভেসে যায় অনেকে। অনেকে আশ্রয় নেয় মাল নদীর মাঝখানে থাকা ছোট্ট একটি দ্বীপে। পরে অবশ্য দ্বীপে আশ্রয় নেওয়া লোকজনকে উদ্ধার করেন জলপাইগুড়ির পুলিশ এবং ভারতের দুর্যোগ মোকাবিলা দল বা এনডিআরএফেএর সদস্যরা।
সর্বশেষ খবরে আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ইতিমধ্যে এ দুর্যোগের মুখে পড়া আটজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভেসে যাওয়া ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মালবাজার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরও বহু মানুষ তীব্র স্রোতে ভেসে গেছে।
জলপাইগুড়ির জেলা প্রশাসক মৌমিতা গোদারা বসু বলেছেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভাটির দিকে তল্লাশি অব্যাহত রয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network