ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
পাশাপাশি এমন ম্যাচে নিজেদের উন্নতিও ফুটিয়ে তুলতে মরিয়া সোহান-লিটনরা।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে না খেলা অধিনায়ক সাকিব আল হাসান অনুমতিভাবে ফিরলেন দলে।
প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হেরে গেছে বাংলাদেশ। সেজন্য আজ একাদশে ৩ পরিবর্তন নিয়ে নামছে টাইগাররা।
ভ্রমণক্লান্তির দরুন প্রথম ম্যাচে খেলেননি বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অবধারিতভাবেই আজ খেলছেন তিনি। নুরুল হাসান সোহানের কাঁধে থাকা নেতৃত্ব তুলে নিলেন নিজে কাঁধে।
অধিনায়ক সাকিবের সঙ্গে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।
এই তিনজনকে জায়গা দিতে বাদ পড়েছেন সাব্বির রহমান, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network