বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

বিদ্যুতের দাম বাড়ছে না: বিইআরসি

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ছে না। পূর্বের দাম অপরিবর্তিত থাকছে। আজ কাওরানবাজারের টিসিবি ভবনে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আবদুল জলিল। তিনি বলেন, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড- পিডিবির দাম বৃদ্ধির প্রস্তাব কমিশন বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে। পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধি পাবে না, অপরিবর্তিত থাকবে।

এর আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় ৬৬ শতাংশ দাম বাড়ানোর আবেদন করে তারা। ভর্তুকি ছাড়া ৫৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিইআরসি গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি। পরবর্তীতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়ার বিষয়টি জানানো হয় সরকারের তরফ থেকে।

সংবাদটি শেয়ার করুন