ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২
আইসিসি’র নিয়মানুযায়ী বিশ্বকাপে সুপার ১২-এ সরাসরি জায়গা করে নেয়া দলগুলোর কোনো ইনজুরি ছাড়াই ১৫ই অক্টোবর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ ছিল। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগিয়ে দলে দুটি পরিবর্তন করলো। বাংলাদেশের বিশ্বকাপ দলে যুক্ত করা হলো সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে। দুজনেই ছিলেন স্ট্যান্ডবাই তালিকায়। দল থেকে বাদ দেয়া হয়েছে সাব্বির রহমান রুম্মন ও মোহাম্মদ সাইফুদ্দিনকে। নিউজিল্যান্ডের মাটিতে সদ্য ত্রিদেশীয় সিরিজে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়লেন সাব্বির-সাইফুদ্দিন।
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের পর বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
তিন বছর পর জাতীয় দলে ফিরে চার ম্যাচ খেলেছেন সাব্বির রহমান রুম্মন। চার ম্যাচে সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলেছেন তিনি। পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন শেষ পাঁচ টি-টোয়েন্টিতে মাত্র তিন উইকেট পেয়েছেন। ইনিংসের শেষ দিকে ব্যাটিংয়ে নেমে অবশ্য বেশি কিছু করার ছিল না সাইফুদ্দিনের। তিন ম্যাচে যথাক্রমে ০, ৩ ও ১ রানে অপরাজিত ছিলেন তিনি।
দল থেকে বাদ পড়ার গুঞ্জন ছিল ইবাদত হোসেনেরও। গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া ইবাদত হোসেন এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে সুযোগ পেয়ে ৪০ রানে ২ উইকেট নেন ইবাদত। বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার প্রথম দিকে টিম ম্যানেজমেন্টের ভাবনার বাইরে ছিলেন। এশিয়া কাপ ও গত আরব আমিরাত সিরিজে দলেই ছিলেন না সৌম্য। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের দুটিতে খেলানো হয়েছে স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য সরকারকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলার পর সৌম্যর ‘ইনটেন্ট’-এর প্রশংসা করেন কোচ শ্রীধরন। শরিফুল ইসলাম ত্রিদেশীয় সিরিজে ভালো বল করেছেন। তাসকিন আহমেদের সঙ্গে তার কম্বিনেশন ছিল যথেষ্ট ইতিবাচক।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network