ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২
প্রথম মনে হচ্ছে কোন চরমপন্থী দলের প্রধান, চোর, ডাকাত বা হত্যা মামলার আসামী! কিন্তু না এই ব্যক্তির নাম ইউসুফ আলী। জাতীয় দৈনিক অধিকার এর ফেনী
জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনী রিপোর্ট এর সম্পাদক। আজ আদালতে কোমরে রশি বেঁধে তাকে হাজির করে পুলিশ।
ইউসুফ আলীর অপরাধ ২০১৯ সালে আলোচিত ফেনীর নুসরাত হত্যাকাণ্ডে কর্তব্যে অবহেলার দায়ে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকারের অপকর্ম ও অনৈতিক কাজের ফিরিস্তি সংবাদ মাধ্যমে তুলে ধরেছিল। আজ সেই বিতর্কিত এসপির জাহাঙ্গীর সরকারের রোষানলের শিকার সাংবাদিক। ওই সময় গণমাধ্যমে জাহাঙ্গীর আলম ব্যাপক সমালোচিত হয়ে ফেনী থেকে প্রত্যাহার হয়ে পুলিশ সদর দপ্তরে অদ্যাবধি সংযুক্ত রয়েছেন।
ফেনী থেকে যাওয়ার আগে তিনি৪ জন সাংবাদিককে জেলার বিভিন্ন থানায় বেশ কিছু মামলার চার্জশিটে যুক্ত করে দেন। এসব মামলার এজাহারে তাদের কারও নাম ছিল না। পরবর্তীতে সবকটি মামলায় তারা জামিন লাভ করে আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। ছাগলনাইয়া থানায় দায়েরকৃত একটি মামলায় হাজিরা দিতে না পারায় ইউসুফ আলীর জামিন বাতিল হয়। ওই মামলায় পুলিশ সোমবার রাত দেড়টার দিকে তার বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network