ঢাকা ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২২
দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম বাহাউদ্দিন এবং সাংবাদিক সাঈদ আহমেদের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। নোমান গ্রুপের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেছে। বৃহস্পতিবার ব্যারিস্টার এনায়েত বাতেন রাসেল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, দৈনিক ইনকিলাবে নোমান গ্রুপের বিরুদ্ধে ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করা হয়। এতে তাদের ২০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে মর্মে দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘ঋণের নামে হাতিয়েছে দশ হাজার কোটি টাকা’ শিরোনামে সংবাদের কারণে কোম্পানীর অপূরণীয় ক্ষতি হয়েছে, নোমান গ্রুপ টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টরে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগ্রুপ, প্রতি বছর রপ্তানি খাত থেকে ১.২ বিলিয়ন ডলার আয় করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ইনকিলাবে প্রকাশিত ভিত্তিহীন প্রতিবেদনের কারণে দেশে-বিদেশে নোমান গ্রুপের মানহানি হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network