ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
বরিশালে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ।
সোমবার (২৮ নভেম্বর) রাতে বরিশাল নগরীর পলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেখ ইকবাল কবির (৬০) এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে।
স্বজনরা জানায়, সোমবার রাত ১০ টার দিকে ইকবাল বাসার ছাদে বসে ছিল। এ সময় পেছন থেকে তাকে এলোপাথাড়ি কোপ দেয় স্ত্রী জাফরিন আরা পপি।
তখন ইকবালের চিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। ইকবালকে নিয়ে ঢাকায় যাওয়ার সময় পথিমধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ইকবালের ভাতিজা সোহাগ। মামলায় কবিরের স্ত্রী জাফরিন আরা পপিকে আসামি করা হয়। নিহত ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
কাউনিয়া থানার উপপরিদর্শক এনামুল জানান, গত রাতে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্ত্রী জাফরিন আরা পপিকে আটক করেছি।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network