ঢাকা ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২২
টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ডেভিড ওয়ার্নার। এর আগে এই কীর্তি ছিল শুধু ইংলিশ ব্যাটার জো রুটের। ২০২১ সালে ভারতের বিপক্ষে নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি।
দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে ধুঁকছিলেন ডেভিড ওয়ার্নার। মেলবোর্ন টেস্টের আগ পর্যন্ত সাদা পোশাকে গত দুই বছরে তার গড় রান ছিল মাত্র ২৭। সবশেষ সেঞ্চুরির দেখা পান ২০২০ সালের জানুয়ারিতে। গত ১১ ইনিংসে কোনো ফিফটির দেখাও পাননি ওয়ার্নার। অফফর্মের কারণে প্রচুর সমালোচিত হয়েছেন তিনি। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে সব সমালোচনার জবাব দিলেন এই অজি ওপেনার।
এদিন ওয়ার্নার তুলে নেন তার তৃতীয় ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ ডাবল সেঞ্চুরিয়ান অজি ব্যাটারদের মধ্যে যা যৌথভাবে চতুর্থ। সর্বোচ্চ ১২টি ডাবল সেঞ্চুরি করেছেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যান। তালিকার দুইয়ে থাকা রিকি পন্টিং ডাবল হাঁকিয়েছিলেন ৬ বার। ৪টি করে দ্বিশতক নিয়ে যৌথভাবে তিনে আছেন গ্রেগরি স্টিফেন চ্যাপেল, স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক। চারে থাকা বব সিম্পসন এবং ডেভিড ওয়ার্নারের ৩টি করে ডাবল সেঞ্চুরি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network