ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২
৩০ ডিসেম্বর ২০২২ ০২:৩০ পিএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ০২:৪৯
জামায়াতের ব্যানারে মিছিল বের করে পুলিশের ওপর হামলা চালানো হয়েছেন অভিযোগ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ মাহমুদ।
আজ শুক্রবার দুপুর রাজধানীর মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
শাহেন শাহ মাহমুদ বলেন, মালিবাগ মোড়ে হোসাফ টাওয়ারের সাথের মসজিদে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করে। কিন্তু তারা জামায়াত শিবির কিনা নিশ্চিত হওয়া যায়নি। তারা মিছিলের নামে সরাসরি পুলিশের ওপর আক্রমণ করে। এতে বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। এই ঘটনায় সরাসরি জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, মিছিলের শুরুতে জামায়াতের অনুসারীদের কর্মসূচি না পালন করতে পুলিশের সদস্যরা অনুরোধ করেন। তারা তা না মেনেই মিছিল চালিয়ে যায়।
জামায়াতে ইসলামীর আজ ঢাকাতে কোনো মিছিলের অনুমতি নেই বলে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) এ কে এম হাফিজ আক্তার।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network