ঢাকা ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২
বরিশালের গৌরনদীতে দুবাই প্রবাসী পুত্র শাহিন সরদারের (৫০) মৃত্যুর শোক সইতে না পেরে পিতা আকুবালী সরদার (৭০) মারা গেছেন। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকুবালী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে মারা যায়।
প্রবাসী শাহিনের লাশ দেশে ফিরে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ বছর পূর্বে চাকরির জন্য উপজেলার বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামের আকুবালী সরদারের (৭০) ছেলে শাহিন সরদার (৫০) দুবাই যান। ২-৩ বছর পরপর শাহিন ছুটি নিয়ে বাড়িতে আসতেন। সর্বশেষ ছুটি শেষে ২০২০ সালের এপ্রিল মাসে শাহিন দুবাই যান। গত ২২ ডিসেম্বর রাতে শাহিন সরদার সেখানে স্ট্রোক করে মারা যান।
আকুবালীর মামাতো ভাই রুহুল আমিন সরদার জানান, গত ২২ ডিসেম্বর রাতে দুবাই প্রবাসী পুত্র শাহিনের মৃত্যুর সংবাদ শাহিনের সহকর্মীদের মাধ্যমে পেয়ে বাবা-মাসহ পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের কান্নায় ও আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে উঠে। শাহিনের বাবা ও মা, স্ত্রী, ছেলে, মেয়ে বারবার মূর্ছা যায়। প্রবাসী পুত্রের মৃত্যুর শোক সইতে না পেরে গত ২৯ ডিসেম্বর সকালে বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষনিক তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৯ ডিসেম্বর রাতে মারা যান।
শাহিনের স্ত্রী চম্পা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানায়, ২২ ডিসেম্বর বেলা দেড়টার দিকে স্বামীর সঙ্গে সর্বশেষ মোবাইল ফোনে তার কথা হয়। তখন স্বামী তাকে জানায়- বুকের ভেতর ডান পাশে একটু ব্যথা করে। রাতে খবর পায় স্ট্রোক করে তার প্রবাসী স্বামী মারা গেছে। স্বামীর লাশ দেশে ফিরে আনার জন্য প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।
বার্থী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, দুবাই প্রবাসী পুত্রের মৃত্যুর শোক সইতে না পেয়ে বৃদ্ধ পিতা আকুবালী সরদার স্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার বাদজুমা জানাজা শেষে বাঙ্গিলা গ্রামের তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network