ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৩
বিশ্বকাপ জয়ের পর এখনো পিএসজি শিবিরে যোগ দেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফলে স্ত্রাসবুর্গের পর রবিবারের রাতে লেঁসের বিপক্ষেও তাকে পায়নি পিএসজি। অন্যদিকে গত ম্যাচে লাল কার্ড দেখা নেইমার নিষেধাজ্ঞার কারণে ছিলেন একাদশের বাইরে। দলের বড় দুই তারকাকে ছাড়া খেলতে নামা পিএসজি হারের শিকার হয়েছে।
লেঁসের মাঠে কিলিয়ান এমবাপ্পেরা হেরেছে ৩ -১ ব্যবধানে। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরু করে দুই দল। ম্যাচের পঞ্চম মিনিটে পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কির গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩ মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান হুগো একিতিকে। ২৮তম মিনিটে ফের লিড নেয় লেঁস। এবার গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড ওপেন্দা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেমেই স্কোর লাইন ৩-১ করে ফেলে লেঁস। ৪৮তম মিনিটে গোলটি করেন ক্লদ-মরিস। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু প্রচেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। মেসি-নেইমারকে ছাড়া একেবারে নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে। ফলে চলতি মৌসুমের প্রথম হারের শিকার হয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। ১৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লেঁস।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network