বিপিএল খেলতে এসেই পাকিস্তানি তারকার সেঞ্চুরি

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

বিপিএল খেলতে এসেই পাকিস্তানি তারকার সেঞ্চুরি

বিপিএলে যতবারই খেলেছেন, ততবারই ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন ক্রিস গেইল। যদিও টি-টোয়েন্টির ফেরিওয়ালাকে এবার দলে টানেনি কোনো দলই।বয়স বেশি হওয়ার পাশাপাশি আগের সেই তেজও এখন আর নেই। তবে গেইলকে আদর্শ মেনে অনেকে ক্রিকেটারই ২২ গজের খেলাটিতে পা রেখেছেন। তাদেরই একজন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খানের ছেলে আজম খান। গেইলের মতোই বড় বড় ছক্কা হাঁকাতে পটু তিনি। তার সেই বিধ্বংসী রূপ দেখা গেল বিপিএলের মঞ্চে। তার সেঞ্চুরিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছে খুলনা টাইগার্সকে। বিপিএলের নবম আসরে প্রথম সেঞ্চুরির জন্ম দিলেন ডানহাতি এই ব্যাটার।

বিশালদেহী আজম নিজের ওজন নিয়ে কম সমালোচনা শোনেননি। তবে সব সমালোচনাই পারফরম্যান্স দিয়ে ঢেকে দিতে চেয়েছেন। আজ চট্টগ্রামের বিপক্ষে ৫৮ বলে ৯ চার ও ৭ ছয়ে ১০৯ রানের ইনিংস খেলে আরও একবার বোঝালেন টি-টোয়েন্টি ক্রিকেটে কেন তার কদর বাড়ছে। টি-টোয়েন্টিতে এটাই তার ব্যক্তিগত সর্বোচ্চ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে খেলতে এসেই সেঞ্চুরি হাঁকালেন আজম খান। পাকিস্তানের এই তারকার সেঞ্চুরিতে চট্টগ্রামের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান করে খুলনা টাইগার্স। দলের হয়ে ৯টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ১০৯ রান করে অপরাজিত থাকেন আজম খান।

সংবাদটি শেয়ার করুন