ঢাকা ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা, হেলা আওয়ামীলীগের সহ সভাপতি মশিউর রহমান মিন্টু আর নেই। বুধবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন পর্যন্ত খাদ্যনালীর ক্যান্সারে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা, চার ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে আওয়ামীলীগসহ সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাত থেকেই ভাটিখানা সাহা পাড়ায় তার বাড়িতে দলে দলে শোকার্ত মানুষ ছুটে আসেন। মশিউর রহমান মিন্টু শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, একজন সমাজকর্মী হিসাবে তার সুখ্যাতি ছিল। আওয়ামীলীগের দুঃসময়ে তিনি সামনের কাতারে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এলাকার মসজিদসহ বিভিন্ন্ দরিদ্র মানুষকে তিনি অকাতরে সাহায্য করতেন। এ করানেই তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।
বৃহস্পতিবার আছরবাদ জিলা স্কুল ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা আওয়ামীলীগের সম্পাদক, সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুচ, সহ সভাপতি সৈয়দ আনিচ, মহানগরের সভাপতি এ্যাড, এ কে এম জাহাঙ্গীর সংক্ষিপ্ত ব্কব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তাদে;র আহজারিতে জানায় উপস্থি সহস্রাধিক মানুষও শোভূত হয়েপড়েন। আওয়ামীলীগের রাজনীতিতে মশিউর রহমান মিন্টু দুঃসময়ের সাহসী সন্তান বলে নেতৃবৃন্দ অবহিত করেন। মরহুম মশিউর রহমান মিন্টর ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, মহনগর আওয়াশীলীগের সহ সভাপতি, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহামন মিন্টু তার ভাইয়ের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন। সন্ধ্যায় তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা যায়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network