ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩
অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে মো. সোহাগ মৃধা (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহাগ মৃধা দরিয়াবাদ গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান মৃধার ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার নামে একাধিক মামলা রয়েছে। এছাড়াও তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
advertisement
অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা বলেন, ‘সোহাগের গ্রেপ্তারের খবরে দরিয়াবাদ গ্রামের মানুষ আনন্দিত। অনেকে মিষ্টি বিতরণ করেছেন।’
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ২০১৯ সালের ৩১ অক্টোবর মো. আফজাল হাওলাদার নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয় সোহাগ। এ ঘটনায় মামলা করেন অটোরিকশার মালিক ও চালক অফজাল। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দরিয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
আরও জানা গেছে, আগে একটি মারামারির মামলায় সোহাগকে এক মাসের কারাদণ্ড অনাদায়ে চার হাজার টাকা জরিমানা করেন পটুয়াখালী আদালত। এছাড়াও বাউফল থানা ও পটুয়াখালী আদালতে তার নামে একাধিক মামলা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘সোহাগ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যা এলাকার অধিকাংশ মানুষ জানে। তার ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।’
যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সোহাগ ও পরিবারের স্বজনেরা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘তার নামে গ্রেপ্তারি পারোয়ানা আছে। তাই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network