ঢাকা ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৩
মো.সবুজ, ভোলা; ভোলা অসহায় দুস্থ শীতার্তদে মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা স্বাধীন যুব উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘদিন ধরে অসহায় পিছিয়ে পড়া মানুষদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বুধবার(২৫ জানুয়ারী) সকাল ১১ টায় সংস্থার নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলামের উদ্যেগে উপজেলার শিবপুর ইউনিয়নের কালীকির্তী গ্রামে ১০০ টি অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
শীত নিবারনের কম্বল পেয়ে আবেগে আপ্লুত হন শীতার্তরা। এ সময় তারা স্বাধীন যুব উন্নয়ন সংস্থার সার্বিক উন্নয়ন কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. টি এস এম ফিদা হাসান বলেন, স্বাধীন যুব উন্নয়ন সংস্থা প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছেন।তারই ধারাবাহিকতায় আজ তারা ১০০ টি দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। তাদের এই মহান কাজকে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতে এরকম অসহায়দের নিয়ে কাজ করার জন্য তাদের কাছে অনুরোধ থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক মো, জাকির চৌধুরী স্বাধীন যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মো.নজরুল ইসলাম এবং স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম সহ অন্যান্যরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network