ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩
গুজরাত দাঙ্গা ও তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির উপর নির্মিত বিবিসি-র তথ্যচিত্র ভারতে নিষিদ্ধ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র একে বিতর্কিত বলেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র এখন বলছে এই তথ্যচিত্র ভারতে আটকে রেখে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। দি ওয়াল
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সারা বিশ্বের পাশাপাশি ভারতেও এবার মতপ্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতির গুরুত্ব তুলে ধরার এটাই সঠিক সময়। এভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যায় না।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বুধবার জানিয়েছেন, তাদের দেশ বিশ্বজুড়ে মুক্ত গণমাধ্যমকে সমর্থন করে এবং মত প্রকাশের স্বাধীনতার মতো গণতান্ত্রিক নীতিগুলিকে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে।
উল্লেখ্য, এর আগে ভারত সরকারের তরফে বিবিসির এই তথ্যচিত্র নিয়ে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বিবিসির বিতর্কিত তথ্যচিত্র নিয়ে বলেছিলেন, ‘এর পিছনে নির্দিষ্ট অ্যাজেন্ডা রয়েছে।’
তবে বিবিসি জানিয়েছে, “এই তথ্যচিত্র তৈরির আগে বহু মানুষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছে। এতে ওই সময়ের বহু প্রত্যক্ষদর্শী ও বিশেষজ্ঞদের মতামত যেমন রয়েছে, তেমনই বিজেপির সদস্যদের প্রতিক্রিয়াও নেওয়া হয়েছে।”
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network