ঢাকা ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩
বরিশাল ডেন্টাল সার্জন এসোসিয়েশনের ২০২৩ – ২৪ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্ব সম্মতিক্রমে সভাপতি মনোনিীত করা হয়েছে প্রখ্যাত ডেন্টাল সার্জন ডাঃ এস এম জাকির হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে ডাঃ শাহরিয়ারকে।
গত ২১ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে বরিশাল ডেন্টাল সার্জন এসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সকল সদস্যদের উপস্থিতিতে সভায় আগামী ২০২৩ – ২৪ সালের জন্য কমিটি গঠন করা হয়। সদস্যদের সর্বস্মতিতে ডাঃ এস এম জাকির হোসেনকে সভাপতি এবং ডাঃ শাহরিয়ারকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।এই সময়ে উপস্থিত বরিশাল ডেন্টাল সার্জন এসোসিয়েশনের সকল সদস্যরা করতালির মাধ্যমে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানান।অনুষ্ঠানে উপস্থিত নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক ডাঃ তানভীরুল ইসলাম ওয়ালী তার বক্তব্যে শেরেবাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এর শিক্ষক স্বল্পতা এবং ছাত্র-ছাত্রীদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন এবং দ্রুততম সময়ের মধ্যে সমস্যাগুলো সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নতুন কমিটির সভাপতি ডাঃ এস এম জাকির হোসেনের প্রতি আহ্বান জানান।সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি এবং নতুন কমিটির উপদেষ্টা ডাঃ গোলাম মোস্তফা তার বক্তব্যে কমিটির প্রতি পূর্ণ আস্থা এবং সমর্থন আছে বলে আশাবাদ ব্যক্ত করেন।সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে ডেন্টাল সার্জনদের পক্ষে কাজ করা এবং বরিশাল ডেন্টাল সার্জন অ্যাসোসিয়েশনকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network