ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবুল হোসেন খানকে আহ্বায়ক ও আবুল কালাম শাহিনকে সদস্যসচিব করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেছেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি
ক্রমিক নম্বর, পদবি ও নাম
০১ আহ্বায়ক আবুল হোসেন খান
০২ সদস্য সচিব আবুল কালাম শাহিন
০৩ সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু
০৪ কাজী এনায়েত হোসেন বাচ্চু
০৫ আব্দুল মাজেদ তালুকদার (মন্নান মাস্টার)
০৬ নাজিম উদ্দিন পান্না
০৭ এস এম আব্দুল্লাহ
০৮ মো. নাসির জোমাদ্দার
০৯ মো. শাহ আলম মিয়া
১০ আহসান কবির নান্না হাওলাদার
১১ ইসরত হোসেন কচি
১২ সুলতান আহমেদ খান
১৩ ওয়াহিদুল ইসলাম প্রিন্স
১৪ মো. রিয়াজ মৃধা
১৫ সাব্বির নেওয়াজ সাগর
১৬ মো. শহিদুল ইসলাম খান
১৭ মো. আব্দুস সালাম
১৮ মো. ইদ্রিস আলী
১৯ জিয়াউল আহসান জুয়েল সিকদার
২০ মো. নাসির উদ্দিন হাওলাদার
২১ সামসুল আলম ফকির
২২ সাজ্জাদুল ইসলাম মোল্লা
২৩ হারুন অর রশিদ জোমাদ্দার
২৪ মো. মোফাজ্জেল হোসেন
২৫ মন্টু খান
২৬ জিয়াউল ইসলাম সাবু
২৭ নুরুল আমিন
২৮ মো. হারুন অর রশিদ সিকদার
২৯ মো. মিজানুর রহমান চুন্নু সিকদার
৩০ কামরুজ্জামান মিজান মিয়া
৩১ মাহমুদ বিল্লাহ
৩২ মুসফিকুল হাসান মাসুম
৩৩ মাহবুব মাস্টার
৩৪ মো. হুমায়ুন খান
৩৫ মো. রফিকুল ইসলাম সেলিম
৩৬ ফারজানা রোজি
৩৭ মারিয়া মুন্নি
৩৮ আব্দুল জব্বার সিকদার
৩৯ কাজী এমদাদুল হক মিলন
৪০ তরিকুল ইসলাম শাহিন
৪১ আলিম জমাদ্দার
৪২ সাহাবুদ্দিন তালুকদার শাহিন
৪৩ জাহাঙ্গীর আলম ভিপি দুলাল
৪৪ মো. রিয়াজুল ইসলাম সবুজ
৪৫ ইসতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার
৪৬ আব্দুল করিম হাওলাদার
৪৭ মো. সোহেল শিকদার
৪৮ মো. মোস্তাফিজুর রহমান ফারুক
৪৯ কাওসার মজুমদার
৫০ কাজী নজরুল ইসলাম মিরন
৫১ সাইফুল ইসলাম
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network