ঢাকা ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩
টি-টোয়েন্টিতে ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন। তিন ম্যাচের সিরিজের আগে এই দলের বিরুদ্ধে জয়েরই রেকর্ড ছিল না বাংলাদেশের। সিরিজ কিংবা হোয়াইটওয়াশ ছিল দূর আকাশের তারা। কিন্তু সেটিই আজ বাস্তব। টাইগারদের কাছে হোয়াইটওয়াশ ইংলিশরা।
চট্টগ্রামে ৬ উইকেটের জয়ে শুরু। দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত। শেষটা দারুণভাবে রাঙাল সাকিবরা। মঙ্গলবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানে সিরিজ স্বাগতিকদের।
টানা দুই হারের পর তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করবে ইংল্যান্ড, তা ছিল অনুমেয়। টসও জিতল বাটলার ১০ম ম্যাচে এসে। বাংলাদেশকে আটকে রাখল ১৫৮ রানে। জবাবে শুরুতে সল্টকে হারালেও মালান ও বাটলারের ব্যাটিং ইংল্যান্ডকে সুবাস দিচ্ছিল জয়ের।
কিন্তু মোস্তাফিজের বলে মালান ও মিরাজের দুরন্ত থ্রোয়ে যখন বাটলার আউট, তখনই যেন ম্যাচ হেলে পড়ে বাংলাদেশের দিকে। শেষের কঠিন সমীকরণ মেলাতে পারেনি ইংল্যান্ড। দলটির ইনিংস শেষ হয় ৬ উইকেটে ১৪২ রানে।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে ওপেনার মালানের ব্যাট থেকে। ৪৭ বলের ইনিংসে তিনি হাঁকান ছয়টি চার ও দুই ছক্কা। ৩১ বলে ৪০ রান করেন অধিনায়ক বাটলার। এরপর বলতে গেলে কেউ দাঁড়াতে পারেনি। ডাকেট ফেরেন ১১ রান করে। মঈন ও কুরান ছুঁতে পারেননি দুই অঙ্কের রান।
বল হাতে দুর্দান্ত করেছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে দিয়েছেন মাত্র ১৪ রান। উইকেট একটি। তাসকিন দুটি, তানভীর ও সাকিব নেন একটি করে উইকেট।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ৭৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন ওপেনার লিটন দাস। ৫৭ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ৪৭ রানে শান্ত থাকেন অপরাজিত। ২২ বলে ২৪ রান করেন ওপেনার রনি তালুকদার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: ডাক্তার জি.কে চক্রবর্তী।
প্রকাশকঃ ডাক্তার এস এম জাকির হোসেন।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network