ঢাকা ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ৭, ২০২৩
পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। রবিবার (৭ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে হোটেল কুটুমবাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শনিবার রাতে মহিপুর থানায় আট জনের নামে মামলা করেন ভুক্তভোগীরা।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মহিপুরের আব্দুস সালামের ছেলে মো. বাইজিদ ও ফোরকান দফাদারের ছেলে তানভির ওরফে শান্ত।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, শনিবার সন্ধ্যায় শহরের আনন্দবাড়ি গেস্ট হাউসের সামনে কয়েকজন মেয়ে ও ছেলেকে পথরোধ করে তাদের মারধর করেন কয়েকজন তরুণ। সঙ্গে থাকা ১৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করে নিয়ে যান তারা। পর্যটকরা ট্যুরিস্ট পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের মহিপুর থানায় সোপর্দ করা হয়।
মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, ‘দুই জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network