‘সুষ্ঠু নির্বাচন দিবেন, কারচুপি করার চেষ্টা করবেন না’

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ৮, ২০২৩

‘সুষ্ঠু নির্বাচন দিবেন, কারচুপি করার চেষ্টা করবেন না’

স্টাফ রিপোর্টার, ॥ ১০ সহস্রাধিক নেতা কর্মী নিয়ে র‌্যালী ও গণ সংবর্ধনা সমাবেশ করলেন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী শায়খে চরমোনাই সৈয়ম মুহাম্মাদ ফয়জুল করিম । সমাবেশে তিনি প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেছেন, আপনি সুষ্ঠু, গ্রহণযোগ্য এক নির্বাচন দিবেন। কোন অবস্থাতেই কারচুপি করার চেষ্টা করবেন না।
গতকাল সোমবার (৮ মে) বিকাল ৪টায় নগরীর আমতলা মোড়স্থ গণসংবর্ধনা মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে গণ সংবর্ধনা দেয়া হয়ে। এ সময় মেয়র প্রার্থী বলেন বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে হাত পাখা মার্কার প্রার্থী নির্বাচিত হলে গত ৫২ বছরে যে উন্নয়ন হয়নি নগরবাসীকে সাথে নিয়ে সেই উন্নয়ন করা হবে। আমার কাছে আওয়ামীলীগ-জাতীয় পার্টি-বিএনপি হিন্দু-মুসলিম কোন বেদাবেদ নেই। সবাইকে সাথে নিয়ে বরিশালকে গড়তে চাই।

ফয়জুল করিম আরও বলেন, নগরবাসী যদি হাতপাখাকে বিজয়ী করেন। তাহলে আগামীর বরিশাল গড়তে সুশিল সমাজ, সাংবাদিক, বিগত মেয়রদের পরামর্শে একটি সুখি-সুন্দর, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তুলবো। তিনি উন্নয়ন বঞ্চিত বরিশালকে গড়তে হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে বরিশালকে একটি মডেল নগরী গড়ে তুলবো।
ফয়জুল করীম বলেন, ‘মারামারি নয়, কাটাকাটি নয় বন্ধুত্বসুলভ আচরণের ভিত্তিতেই আমরা এ শহরে নির্বাচন করবো। আমরা কেউ কারও প্রতিপক্ষ নই, কেউ কারও শত্রু নই, আমরা সবাই দাবি করি এবং আমরা বলি বরিশালের উন্নয়ন চাই। কাজেই বরিশালের উন্নয়ন চাইলে সেখানে মারামারি-কাটাকাটি থাকবে কেন, হিংসা থাকবে কেন’।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, বরিশাল মহানগরের সহ-সভাপতি সৈয়দ নাছির আহমদ কাওছার, ইসলামী ছাত্র আন্দোলনের মহানগর সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম মৃধা প্রমুখ।
এর আগে বিকাল ৩টায় নগরীর গড়িয়ার পাড় এলাকা থেকে কয়েক হাজার মোটরসাইকেল যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমকে নগরীতে নিয়ে আসা হয়। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল স্থরের নেতাকর্মী উপস্থিথ ছিলেন। উল্লেখ্য, আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচন। ১৬ মে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

সংবাদটি শেয়ার করুন