ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩
পটুয়াখালীতে বিষাক্ত গ্যাসে জহির-মেহেরুন নার্সিং কলেজের তিনটি ভবন হোস্টেলে একজন শিক্ষকসহ ২৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। রাতে প্রাথমিক চিকিৎসা নিয়ে শিক্ষক সিমা সহ ১৯ জন শিক্ষার্থী হোস্টেলে ফিরে গেলেও ৫ জন শিক্ষার্থী হাসপাতালে শ্বাসকষ্টে কাতরাচ্ছেন। তারা হচ্ছেন- সাথী (২৫) দ্বিতীয় বর্ষ, মিম (২০) ১ম বর্ষ, মেহেরুননেছা মৌ(২০) ২য় বর্ষ, সাওদা (২০) ২য় বর্ষ, পূর্ণিমা(২১) ২য় বর্ষ।
প্রাথমিক চিকিৎসা নেয়া ১৯ জন হচ্ছেন- শারমিন, স্বপ্না, জুথি, কাওসার, জেবুননেছা, অন্তরা, দিপিকা, সিনহা, ফয়সাল, নাসরিন, আইরিন, লিমা, মারজানা, সাদিয়া, রাবেয়া, সুমাইয়া, স্বর্না ও মুন্নী। পটুয়াখালী জেলা শহরের কলাতলা বাজার এলাকাস্থ জহির- মেহেরুননেছা নাসিং কলেজের চেয়ারম্যান মেহেরুননেছা সুমি জানান, সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে একই সময় কলেজের তিনটি হোস্টেলে অজ্ঞাত বিষাক্ত গ্যাসে একজন শিক্ষকসহ ২৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে নিকটস্থ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ১৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হোস্টেলে ফিরে যান। বাকি ৫ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছে। রাতে সদর উপজেলার ইউএনও, সদর থানার ওসি এবং কলেজের অধ্যক্ষ হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। কলেজের অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, হাসপাতালে চিকিৎসারত শিক্ষার্থীদের টাইম টু টাইম খোঁজ খবর নিচ্ছেন।
কলেজের চেয়ারম্যান মেহেরুননেছা সুমি ঘটনার বিষয়ে জানান, একই সময় তিনটি ভবনের তিনটি ছাত্রাবাসে অজ্ঞাত বিষাক্ত গ্যাস ছড়ানো এটা একটা ষড়যন্ত্র। এ ঘটনার তদন্ত চলছে। পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, অজ্ঞাত কোন কারণে অসুস্থ হতে পারে। সবাই সুস্থ আছে।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ এফ.এম. আতিকুর রহমান জানান, সাইকিয়াটিকজনিত কারণে এ অসুস্থতা হতে পারে, মেজর কোন সমস্যা না, সুস্থ হয়ে যাবে।
দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট নার্স রাবেয়া জানান, সন্ধ্যার পরে মরিচ পুড়লে যে রকম ধাঁচ হয়, তেমনি এক ধাঁচের মত লাগছিল। এ ধাঁচ তিনটি হোস্টেলেই অনুভব হয়েছিল।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network