আর্জেন্টিনার ‘বাজপাখি’ আসছেন সোমবার

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৩

আর্জেন্টিনার ‘বাজপাখি’ আসছেন সোমবার

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এমলিয়ানো মার্টিনেজ আসছেন বাংলাদেশ ও কলকাতা সফরে। সব ঠিক থাকলে আগামীকাল ৩ জুলাই সোমবার তার বাংলাদেশে আসার কথা আছে। মাত্র কয়েক ঘণ্টা তিনি এদেশে কাটাবেন। এর মাঝেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা আছে।
এরপর তিনি উড়াল দেবেন ভারতে।

মূলতঃ কলকাতার ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতায় আসছেন মার্টিনেজ। তবে তিনি যখন জানতে পারলেন বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সাথে সাথে তিনি বাংলাদেশে আসার ইচ্ছাও প্রকাশ করেন। কারণ, মিডিয়ার কল্যাণে এদেশের আর্জেন্টিনা ভক্তদের কথা মেসি-মার্টিনেজরা সবাই জানেন।
তাই কয়েক ঘণ্টার জন্য হলেও তিনি এই দেশটাকে দেখে যেতে চান। ইতোমধ্যেই এক ফেসবুক পোস্টে মার্টিনেজের ঢাকাগামী বিমানে ওঠার খবর জানিয়েছেন শতদ্রু দত্ত।

অন্যদিকে মার্টিনেজের আগমন ঘিরে কলকাতায় উন্মাদনা তৈরি হয়েছে। ৩ জুলাই রাতে কলকাতায় পা রাখার কথা তার।
৪ জুলাই মিলনমেলা প্রাঙ্গণে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে সংবর্ধনা দেওয়া হবে তাকে। এই সময় ‘তাহাদের কথা’ নামে একটি আলোচনাতেও অংশ নেবেন মার্টিনেজ। ৪ জুলাই বিকাল সাড়ে ৪টায় তিনি কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সেই ম্যাচের টিকিট ছাড়ার দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন