বরিশাল কারাগারে ধর্ষণ মামলার আসামির গলায় ফাঁস

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

বরিশাল কারাগারে ধর্ষণ মামলার আসামির গলায় ফাঁস

স্টাফ রি‌পোর্টার, ব‌রিশাল থে‌কে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ধর্ষণ মামলার আসামি বাকেগঞ্জের হানিফ খলিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। হা‌নি‌ফের বয়স ৪০ বছর। তি‌নি বা‌কেরগ‌ঞ্জের মধুখালী গ্রা‌মের মোহাম্মদ খ‌লিফার ছে‌লে। ব‌রিশাল নগরীর কা‌শিপুর এলাকায় ভাড়া করা বাসায় থাক‌তেন। জেল সুপার প্রশান্ত কুমার ব‌নিক জানান, এক বাকপ্রতিব‌ন্দি মে‌য়ে‌কে ধর্ষনের অ‌ভি‌যো‌গে তার স্ত্রীর দা‌য়ের করা মামলায় ১ অ‌ক্টোবর গ্রেফতার করা হ‌য়ে‌ছিল। রাত তিনটায় কারাগা‌রের বাথরু‌মে গলায় গামছা পে‌ছি‌য়ে তি‌নি আত্মহত‌্যা ক‌রেন ব‌লে তি‌নি জানান।

সংবাদটি শেয়ার করুন