শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আজ বৈঠকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ব্যাপারেই তারা (ইইউ) আমাদের অঙ্গীকার চেয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরাও বলেছি, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব।’

আজ শনিবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে বাংলাদেশ সফররত ইইউর তথ্যানুসন্ধানী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকটি শুরু হয় দুপুর ১২টায়। চলে প্রায় দেড় ঘণ্টা।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সংবিধান, সার্বভৌমত্ব, আইনি ব্যবস্থার ওপর ভিত্তি করে ইইউ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। নির্বাচনী ব্যবস্থার সংস্কারে তারা আশ্বস্ত হয়েছে বলে আমাদের জানিয়েছে।’

ক্ষমতাসীন দলের সঙ্গে বৈঠকের আগে আজ সকালে বিএনপি ও সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও আলাদা আলাদাভাবে বৈঠক করেছে ইইউ প্রতিনিধিদল।
বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সঙ্গে কী কথা হয়েছে, আমরা বললাম। বিএনপির সঙ্গে কী কথা হয়েছে, তা নিয়ে আমরা কেন বিতর্ক করতে যাব? সেটা তাদের ব্যাপার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপ নিয়ে প্রতিনিধিদল কোনো কথা বলেনি। এমনকি তত্ত্বাবধায়ক সরকার কিংবা সংসদ বিলুপ্তির বিষয় নিয়েও প্রতিনিধিদল কোনো কথা বলেনি। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান ও বিধিবিধান অনুসারে আগামী নির্বাচন হবে।

সংবাদটি শেয়ার করুন