ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৩
পিরোজপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ ৮০ জনের নামে মামলা হয়েছে। মামলায় ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সদর থানার এসআই (নিরস্ত্র) মাকসুদুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনকে আটক করেছে পুলিশ।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ৮০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এখন পর্যন্ত আমরা ১৫ জনকে আটক করেছি। সিসিটিভি ফুটেজ দেখে অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার জেলা বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network