ফুটবলে কঠিন গ্রুপে নারী-পুরুষ দুই দলই

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

ফুটবলে কঠিন গ্রুপে নারী-পুরুষ দুই দলই

চীনে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়ান গেমসে চারটি দলগত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নারী ও পুরুষ ফুটবল তার মধ্যে একটি।

বৃহস্পতিবার এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বে চূড়ান্ত হয়েছে। সেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দুই ফুটবল দলই। ছেলেদের ফুটবলে ‘এ’ গ্রুপে পড়া বাংলাদেশ খেলবে ভারত, চীন ও মিয়ানমারের বিপক্ষে। তিন দলই শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

চীনের ফিফা র‌্যাঙ্কিং ৮০, ভারতের ৯৯ এবং মিয়ানমারের ১৩৬। যদিও ছেলেদের ফুটবলে অংশ নেবে অনূর্ধ্ব-২৩ দল। তারপরও মূল দলের র‌্যাঙ্কিং দিয়ে শক্তির পার্থক্য পরিষ্কার।

ছেলেরা অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেললেও এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে অংশ নেবে মূল দল। বাংলাদেশ মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে পড়েছে। যেখানে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল।

মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ১১তে। ভিয়েতনাম আছে ৩৬ এ। সেখানে ১৪০তম অবস্থানে থাকা বাংলাদেশের জন্য তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

সংবাদটি শেয়ার করুন