ঢাকা ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩
চীনে ২৩ সেপ্টেম্বর শুরু হওয়া এশিয়ান গেমসে চারটি দলগত ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। নারী ও পুরুষ ফুটবল তার মধ্যে একটি।
বৃহস্পতিবার এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টের গ্রুপ পর্বে চূড়ান্ত হয়েছে। সেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশের নারী ও পুরুষ দুই ফুটবল দলই। ছেলেদের ফুটবলে ‘এ’ গ্রুপে পড়া বাংলাদেশ খেলবে ভারত, চীন ও মিয়ানমারের বিপক্ষে। তিন দলই শক্তিতে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।
চীনের ফিফা র্যাঙ্কিং ৮০, ভারতের ৯৯ এবং মিয়ানমারের ১৩৬। যদিও ছেলেদের ফুটবলে অংশ নেবে অনূর্ধ্ব-২৩ দল। তারপরও মূল দলের র্যাঙ্কিং দিয়ে শক্তির পার্থক্য পরিষ্কার।
ছেলেরা অনূর্ধ্ব-২৩ দল নিয়ে খেললেও এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে অংশ নেবে মূল দল। বাংলাদেশ মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে পড়েছে। যেখানে সাবিনা-কৃষ্ণাদের প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ১১তে। ভিয়েতনাম আছে ৩৬ এ। সেখানে ১৪০তম অবস্থানে থাকা বাংলাদেশের জন্য তাই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network