ঢাকা ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেওয়ায় ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন ছিড়ে গেছে। এতে গতকাল মঙ্গলবার বিকেল থেকে বন্ধ রয়েছে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল। একই সঙ্গে ভোলার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুপাড়ে প্রায় দুই শাতাধিক যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষা করছে। অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। দুর্ভোগ পোহাচ্ছেন শতশত যাত্রী। পণ্যবাহী ট্রাক আটকে থাকায় ক্ষতির মধ্যে পড়ছেন ব্যবসায়ীরা।
advertisement
ট্রাক চালক ও শ্রমিকরা জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রুট দিয়ে প্রতিদিন শতশত পণ্যবাহী ট্রাক চলাচল করে। একদিন ফেরি বন্ধ থাকলে ব্যবসায়ীদের বড় ক্ষতির মুখে পড়তে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরিন কর্মকর্তা মো. আল আমিন বলেন, ঘাটটি সংস্কারের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন। দ্রুতই ফেরি চলাচল স্বাভাবিক হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারি পরিচালক এনামুল হক বলেন, ঘাটটি সংস্কার কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করা হবে। আগামীকাল সন্ধ্যার মধ্য স্বাভাবিক হবে বলে আশা করছি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network