সমুদ্রে ভাসতে থাকা ২৩ জেলেকে উদ্ধার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

সমুদ্রে ভাসতে থাকা ২৩ জেলেকে উদ্ধার

সমুদ্রে মাছ ধরার দুইটি ট্রলার নষ্ট হয়ে ভাসতে থাকা ২৩ জেলেকে উদ্ধার করেছে বন বিভাগ। উদ্ধারকৃত জেলেরা বরগুনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলেরা জানান, গত ৮ সেপ্টেম্বর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্য যান তারা। গভীর সমুদ্রে পৌঁছানোর পর তাদের ট্রলার নষ্ট হয়ে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেরা কান্নাকাটি শুরু করেন। পরে ভাসতে ভাসতে একপর্যায়ে মান্দারবাড়িয়া পৌঁছায়।

সুন্দরবন রেঞ্জ কার্যালয়ের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, এসব জেলেরা গভীর সমুদ্রে মাছ ধরছিলেন। তাদের ট্রলার বিকল হয়ে যাওয়ায় ভাসতে ভাসতে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন বিভাগের কর্মকর্তাদের নজরে এলে তাদের উদ্ধার করা হয়। নষ্ট ট্রলার দুটি মেরামত করে আজ রোববার তাদেরকে নিরাপদে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন