ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫ নভেম্বর।। বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক এ্যাড.গাজী জসিম উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ ভাল থাকলে দেশের কৃষকরা ভাল থাকবে। দেশরতœ জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষি বান্ধব সরকার। ক্ষুদামুক্ত বাংলাদেশ গড়তে এ সরকার কাজ করে যাচ্ছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে পৌর কৃষক লীগের বর্ধিত সভায় বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সস্পাদক এ্যাড.গাজী জসিম উদ্দিন প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, কৃষক লীগে হাইব্রিট ও কোন অনুপ্রবেশ কারীদের স্থান নাই। আমরা বঙ্গবন্ধুর লোক, শেখ হাসিনার লোক। যাকে নৌকা প্রতিক দেবে, আমরা তার পক্ষেই কাজ করে যাব। যারা দলের জন্য কাজ করেছে, তাদেরকে দল মূল্যয়ন করেছে।
কলাপাড়া পৌর কৃষক লীগের সভাপতি এস এম মুর্তাল্লাহ সৌরভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আতিথির বক্তব্য রাখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সৈয়দ শওকত হোসেন শানু, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নিউ নিউ খেইন, বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির সদস্য এস এম তৌহিদ রাজা, পটুয়াখালী জেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক সরদার সোহরাব হোসেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখন, উপজলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুন, সাধরন সম্পাদক মীর তারেকুজ্জান তারা, উপজলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ফয়জুল ইসলাম আশিক তালুকদার, কলাপাড়া এমবি কলেজ শাখার ছাত্রলীগ সাধারন সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী প্রমুখ।
এ সময় উপজলা আওয়ামীলীগ, যুব লীগ, ছাত্র লীগসহ উপজলা কৃষক লীগ, মহিলা কৃষক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ রায়হান।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network