ঢাকা ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
বিশ্বকাপ চলাকালেই দেশে ফিরলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আজ সকালে ঢাকায় পৌঁছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যান তিনি। সাকিবের দেশে ফেরার ব্যাপারে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘সাকিব দেশে আসবে এটা আগের দিন জানতাম। সে ব্যক্তিগত কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করার জন্যই দেশে ফিরেছেন। সে যদি দেশের ব্যক্তিগত কোচের সঙ্গে কাজ করে ভালো ফিল করে তাহলে এটাতে কোনো চাপের ব্যাপার নেই। তার যদি এটা কাজে লাগে, সে যদি এটা করে আত্মবিশ্বাসী হয় তাহলে কেন নয়! আমরা তো তার ভালোই চাইবো।’
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। সেই ম্যাচের পরই ভারত থেকে দেশে আসেন সাকিব আল হাসান। ঢাকায় পৌঁছে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন টাইগার অধিনায়ক।
আগামী ২৮শে অক্টোবর বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
তার আগেরদিন জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network