ঢাকা ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার উজিরপুরের ধামুড়া বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরী রুমে নৈশ প্রহরী রাসেল মল্লিকের লাশ উদ্বার করেছে পুলিশ। রোববার ১৫ নভেম্বর সকালে স্কুল কতৃপক্ষ ও স্থানীদের সহায়তায় তার মৃত দেহ উদ্বার করে ময়না তদন্ত করার জন্য লাশটি বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, পুর্ব ধামুড়া গ্রামের সাজাহান মল্লিকের পুত্র ধামুরা মাধ্যমিক বিদ্যালয়ের নাইটগার্ড রাসেল মল্লিক বিদ্যালয় পাহাড়া দেয়ার পাশাপাশি বিদ্যালয়ে লাইব্রেরীতে ঘুমাতেন রোববার সকালে তার কোন সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মাহাবুবুর রহমান স্থানীয় জনতাকে নিয়ে লাইব্রেরী রুমের দরজা ভেঙ্গে ভেতর থেকে রাসেল মল্লিকের মরাদেহ উদ্বার করে।নিহত’র স্বজনরা জানিয়েছেন,ধামুড়াতে রাসেলের শ্বশুর বাড়ি জমিক্রয়ের জন্য শ্বশুর বাড়ির লেকজনদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে যা নিয়ে শ্বশুর বাড়ির লোকজনদের সাথে বিরোধ দেখা দিলে রাসেল কিছুদিন ধরে উদ্বিগ্ন ছিলেন। এটাও তার মূত্যুও কারন হতে পাওে বলে অভিযোগ স্বজনদের। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানিয়েছেন লাশটি ময়না তদন্তর জন্য প্রেরন করা হয়েছে প্রতিবেদন এলেই মুত্যুও কারন নিশ্চিত হওয়া যাবে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network