ঢাকা ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
বরিশাল নগরীর লিখন নামের এক আইনজীবীর চেম্বার থেকে ফেন্সিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এসময় আলম রশিদ লিখন নামের ওই আইনজীবী পালিয়ে নিজেকে আত্মরক্ষা করেছেন। এর আগেও এই আইনজীবির চেম্বার থেকে ফেন্সিডিল উদ্ধার হয়েছিল। আজ রোববার বেলা ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফজলুল হক এভিনিউ এলাকায় ওই আইনজীবীর চেম্বারে উপ-পরিদর্শক (এসআই) সুজিত গোমস্তার নেতেৃত্বে অভিযান চালায় ডিবি পুলিশ।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত নগরীর প্রাণকেন্দ্র ফজলুল হক এভিনিউ কোর্টের বিপরীতে আইনজীবী আলম রশিদ লিখন মাদক ব্যবসা করে আসছিল। এতে চরবাড়িয়ার বুলেট খান নামে একজন সম্পৃক্ত থাকার খবর পাওয়া যাচ্ছে। রোববার দুপুরে সেই চেম্বারটিতে হানা দিলে আইনজীবীকে না পাওয়া গেলেও তার চেম্বার থেকে ১০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পরে জানা যায়, ডিবি পুলিশ আসার খবরে আইনজীবী দৌড়ে পালিয়ে গেছে।
আইনজীবী আলম রশিদ লিখনের চেম্বার থেকে আগেও কয়েকবার ফেন্সিডিল উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় জেলা আইনজীবী সমিতি থেকে তার সদস্য পদ বাতিল করা হয়। পরবর্তীতে আদালতপাড়া থেকে চেম্বার ফজলুল হক এভিনিউতে নিয়ে ফের মাদক ব্যবসা শুরু করেন।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা শাখার সহকারি কমিশনার (এসি) নরেশ কর্মকার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফেন্সিডিল উদ্ধার করা হলেও আইনজীবী পালিয়ে গেছে। এখন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়ার প্রস্তুতিসহ তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network