ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে এই প্রথমবারের মতো সাংস্কৃতিক কর্মীদের নিয়ে পাঁচদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ নভেম্বর রবিবার সকাল ১০ টায় শহীদ স্মৃতি পাঠাগারে ‘নিজে শিখি, দেশ গড়ি’ শ্লোগান সামনে রেখে বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নন্দীতা দাম এর আর্থিক সহযোগীতায় দখিনা নাট্য মঞ্চ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।
দখিনা খেলাঘর আসরের সাধারন সম্পাদক আতিকুজ্জামান দিপ’ুর উপস্থাপনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান,সরকারী মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবদুল ওহাব মিয়া, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট শাহিন মিয়া, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অশোক দাস, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম টিটো, শহীদ স্মৃতি পাঠাগারের সাধারন সম্পাদক মোঃ ফরিদুজ্জামান খান, দখিনা নাট্য মঞ্চের সাধারন সম্পাদক পৌরসভার কাউন্সিলর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, প্রশিক্ষক রবিউল আমিন বাবুল, স্পন্সার নন্দিতা দাম প্রমুখ। পাঁচদিন ব্যাপী প্রশিক্ষনে বিভিন্ন বিশ^বিদ্যালয়, কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২৭জন শিক্ষার্থী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষনে অংশগ্রহন করেন বলে প্রশিক্ষক রবিউল আমিন বাবুল জানান।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network