সাংবাদিকদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

সাংবাদিকদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতিমধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে। দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে।

এছাড়া বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নিজস্ব ভবনের জন্য জমি দেখা হচ্ছে বলেন জানান সরকারপ্রধান।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব সুখবর দেন।

সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, ‘একটা জমির আবেদন দিয়েছেন আমি দেখব। জেলাভিত্তিক আবাসন প্রকল্প তৈরি করে দেব। সেখান থেকে আপনারা আবাসন যাতে পান, সে ব্যবস্থা করব।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের। এ পেশা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা অনুদান দেব। মালিকরাও কিছু কিছু দিয়েন। কারা দিলেন আমরা কিন্তু দেখব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড বাস্তবায়ন মালিকদের দায়িত্ব। সেটা বাস্তবায়ন না করে মামলা করলে সেটা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজবোর্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। টেলিভিশনের সাংবাদিকদেরও আমরা ওয়েজবোর্ডের আওতায় আনব।’

তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এর বাইরেও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে থাকি। আজ এখানে আসার আগেও কিছু ফাইল দেখে এসেছি, সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি।’

সংবাদটি শেয়ার করুন