বরিশালে এম্বুলেন্স চাপায় পথচারী নিহত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

বরিশালে এম্বুলেন্স চাপায় পথচারী নিহত

বরিশালে এম্বুলেন্সের চাপায় দিনমজুর রিপন হাওলাদার (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রাববার (১৫ নভেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ব্রীজের ঢালে এ দূর্ঘটনা ঘটে।নিহত রিপন পাশ্ববর্তী নলছিটি উপজেলার কুশাঙ্গাল ইউনিয়নের বাউবহাল গ্রামের চাঁন খাঁ’র ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আবুল কালাম জানান, পটুয়াখালী থেকে রোগী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো এম্বুলেন্সটি পথিমধ্যে বোয়ালিয়া ব্রীজের ঢালে দূর্ঘটনায় রিপন হাওলাদার নামে এক পথচারীর মৃত্যু হয়। এঘটনায় ঘাতক এম্বুলেন্সটিকে আটকে রেখেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন