ঢাকা ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৩
বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের শেষ সময়ে বরিশালে সড়কের পাশে রাখা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার চরআইচা গ্রামে বাসটিতে আগুন দেওয়া হয়। আগুনে বাসের ভেতরের আসন, সিলিংসহ সবকিছু পুড়ে গেছে। শুধু বাসের কাঠামোটি অবশিষ্ট আছে।
মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরআইচা গ্রামে রাস্তার পাশে বাসটি থামিয়ে রাখা ছিল। দুর্বৃত্তরা ভোররাত চারটার দিকে বাসটিতে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। ওসি আরও বলেন, এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাসের মালিক হাবিবুর রহমান বলেন, মরিয়ম-ফাতেমা নামের বাসটি কীর্তনখোলা নদীর পূর্ব পাড়ে চরকাউয়া খেয়াঘাট বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জ ও ডিসি সড়ক রুটে যাত্রী পরিবহন করত। তবে হরতাল-অবরোধের কারণে চরআইচা গ্রামের এ আর খান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাসটি পার্ক করে রাখা হয়েছিল। ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে স্থানীয় লোকজন ফোন করে জানান দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। তিনি বলেন, আগুনে বাসের ভেতরে সিট, সিলিংসহ সবকিছু পুড়ে গেছে। শুধু বাসের কাঠামোটি অবশিষ্ট রয়েছে। এ কাঠামো দিয়ে বাসটি পুনরায় চলাচলের উপযোগী করা যাবে কি না, বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
হামলা ও সংঘর্ষের মধ্যে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধের কর্মসূচি দেয় বিএনপি। এরপর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি শুরু হয় গত বুধবার ভোর থেকে। আজ সকাল ছয়টায় অবরোধ শেষ হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network