ঢাকা ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
নগরীর ব্যস্ততম রুপাতালী সিটি টোল প্লাজায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন এই অভিযানে গ্রেপ্তার যুবকের নাম সাজেদুল ইসলাম সাজু (২৮)।
গ্রেপ্তার সাজেদুল ইসলাম সাজু খুলনার বায়জিদ থানাধীন সাংটেনারি বটতলা এলাকার ফয়েজ আহমেদের ছেলে।
ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতয়ালি থানাধীন রুপাতলী টোল প্লাজায় অভিযান চালিয়ে সাজুকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার শরীরে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে ডিবি পুলিশ।’
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network