ঢাকা ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
দৌলতখান(ভোলা) প্রতিনিধি
ভোলার দৌলতখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোঃ কাওছার হোসেন। রোববার(১৫ নভেম্বর) তিনি দৌলতখানে যোগদান করেন। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক শশী, দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) শ.ম. ফারুক, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, এজিইডি’র উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আানিসুর রহমান, । এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network