ঢাকা ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪
প্রতিদিন ডেস্ক ॥ বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে সেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাহকদের হয়রানি ও দালালদের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বরিশালে থাকা দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে টিমের সদস্যরা ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের সত্যতা পান। এ বিষয়ে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালককে জানালে তিনি অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন।
এদিকে মহাখালীর কুষ্ঠ নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালের কুষ্ঠবিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষকদের সই জাল করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকায় অবস্থিত দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে টিম প্রশিক্ষণ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেয়। সংগৃহীত তথ্যাবলী বিশ্লেষণপূর্বক টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবে।
এ ছাড়া দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে মঙ্গলবার আটটি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network