বরগুনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪

বরগুনায় সড়ক দুর্ঘটনায় প্রভাষক নিহত

প্রতিদিন ডেস্ক ॥ বরগুনার বামনায় সড়ক দুর্ঘটনায় বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের মার্কেটিং বিষয়ের প্রভাষক সুব্রত হাওলদার (৩৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে বামনা উপজেলার চালিতাবুনিয়া জরিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনাস্থলে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী প্রভাষক সুব্রত হাওলদার।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন