ঢাকা ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪
বরিশালের গৌরনদীতে বাসচাপায় বেবি খানম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।নিহত বৃদ্ধা উপজেলার তাঁরাকূপি গ্রামের মৃত করম আলী শাহর স্ত্রী।
গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন এক বৃদ্ধা। এ সময় দ্রুতগতির সেভেন স্টার পরিবহনের বাস বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, বাসটি বরিশালের উদ্দেশ্যে গিয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network