ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির নলছিটিতে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ সময় শিক্ষক মামুন হোসেনকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার রাতে শহরের কলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও আহতের স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে।
আহত শিক্ষক মামুন হোসেন জানান, তিনি নলছিটির প্যালেস্টাইন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন। পৌর ছাত্রলীগের সভাপতি কাওছার হোসেন সালমানের নেতৃত্বে ৪-৫জন ছাত্রলীগ নেতাকর্মী মঙ্গলবার রাতে তাকে স্টীমারঘাট এলাকা থেকে ধরে নিয়ে যায়। অন্ধকারে কলবাড়ি এলাকায় নিয়ে তাকে মারধর করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দেন। ছাত্রলীগ নেতারা জোর করে একটি স্টাম্পে সই নিতে চাইলে, তিনি তা দেননি। পরে তাঁর বোনের কাছে ফোন করে টাকা নিয়ে আসতে বলেন ওই শিক্ষক। বোন ও ভগ্নিপতি পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসলে ছাত্রলীগ নেতারা তাকে ফেলে চলে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় মিমাংসা করার জন্য ওই শিক্ষককে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network