ঢাকা ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪
চলতি অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাত বীজ সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধণ করা হয়েছে।
বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খাঞ্জাপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে ধানের চারা রোপনের উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপংকর বাড়ৈ, ইউপি সদস্য হেলেনা বেগম, কৃষক সবুজ হাওলাদার প্রমুখ।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network