গৌরনদীতে ধানের চারা রোপনের উদ্বোধণ

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪

গৌরনদীতে ধানের চারা রোপনের উদ্বোধণ

চলতি অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড জাত বীজ সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধণ করা হয়েছে।

বুধবার সকালে জেলার গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খাঞ্জাপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে ধানের চারা রোপনের উদ্বোধণ করেছেন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ মুরাদুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দীপংকর বাড়ৈ, ইউপি সদস্য হেলেনা বেগম, কৃষক সবুজ হাওলাদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন