ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, ১৮ নভেম্বর।। পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য, প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র স্থাপন, কৃষকের কাছ থেকে সরাসরি ধান-চাল ক্রয়, স্লুইসগেট ব্যবস্থাপনায় কৃষকের স্বার্থ সংরক্ষণ করা এবং ভূমিদস্যুদের দৌরাত্ম বন্ধের দাবিতে সমাাবেশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কৃষকরা। বুধবার দুপুরে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরি সড়কের মনোহরপট্টিতে কৃষক সমিতি উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহ্বায়ক নাসির তালুকদার, অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক অমল কর্মকার, কৃষক নেতা জিএম মাহবুব, মুক্তিযোদ্ধা মো. আলী আশরাফ, কৃষক সংগঠক মো. জাকির গাজী, সমাজ সংগঠক নয়নাভিরাম গাইন, শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা সরকারের দেয়া কৃষকের জন্য সকল সহায়তা ও উপকরন ভোগীদের তালিকা প্রকাশ্যে টানিয়ে দেয়া, যে সকল কৃষকের কাছ থেকে ধান কেনা হবে তাঁদের নাম প্রকাশ্যে টানিয়ে দেয়াসহ সামাজিক নিরাপত্তা বেস্টনির সুবিধাভোগীর নামের তালিকা প্রকাশ্যে ইউনিয়ন পরিষদে টানিয়ে দেয়ার দাবি জানান। এছাড়া স্থানীয়দেরকে সারের ডিলার নিয়োগ, সকল স্লুইসের নিয়ন্ত্রণ কৃষকের কাছে ন্যাস্ত করার, ভূমিদস্যুদের চিহ্নিত করে তাঁদের আইনের আওতায় আনার, কৃষকের নিত্য উৎপাদিত শাকসবজি বিক্রিতে টোল আদায় বন্ধ করা, ৪০ কেজিতে মণ হিসেবে ধান কেনা নিশ্চিত করন করার দাবি করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network