ঢাকা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪
স্টাফ রিপোর্টার \ মাহামুদিয়া মাদ্রাসার এডহক কমিটিকে বৈধ বলে ঘোষণা করছে হাইকার্ট। এ সংক্রান্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওবায়দুর রহমান মাহবুব এর করা একটি আবেদন বাতিল ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার এবিএম সিদ্দিকুর রহমান খান এর স্বাক্ষরিত প্রত্যয়ন এ জানা গেছে, ২০২৩ সালের ২৪ মে আমানতগঞ্জস্থ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওবায়দুর রহমান মাহবুব জেলা প্রশাসক বরিশালকে সভাপতি করে গঠিত এডহক কমিটি কেন অবৈধ হবে না এ সংক্রান্ত একটি রিট পিটিশন দাখিল করেন। ২৯ আগষ্ট ২০২৪ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের মহামান্য বিচারক মোস্তফা জামান ইসলাম ও মাসুদ হাসান দোলনের দ্বৈত বেঞ্চ শুনানী শেষে আবেদনটি খারিজ করে দেন এবং জেলাপ্রশাসক বরিশালকে সভাপতি করে গঠিত ১৯ সদস্যের এডহক কমিটিকে বৈধ বলে ঘােষণা করেন। এ কমিটি আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে
পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলেও আদেশ লিপিতে উল্লেখ করা হয়েছে।
প্রকাশকঃ ডাক্তার জি.কে চক্রবর্তী।
সম্পাদকঃ কাজী মফিজুল ইসলাম।
প্রধান সম্পাদকঃ নুসরাত রসিদ।
নির্বাহী সম্পাদকঃ জাকিরুল মোমিন।
মোবাইলঃ 01711225620
মেইলঃ protidin.barisal@gmail.com
ঠিকানাঃ প্যারারা রোড, বরিশাল ৮২০০।
Design and developed by Engieer BD Network