মাহামুদিয়া মাদ্রাসার এডহক কমিটিক‌ে ‌বৈধ বল‌ে রায় দিয়ে‌ছে হাইকা‌ের্ট

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

মাহামুদিয়া মাদ্রাসার এডহক কমিটিক‌ে ‌বৈধ বল‌ে রায় দিয়ে‌ছে হাইকা‌ের্ট

স্টাফ রিপোর্টার \ মাহামুদিয়া মাদ্রাসার এডহক কমিটিকে বৈধ বলে ঘোষণা করছে হাইকার্ট। এ সংক্রান্ত মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওবায়দুর রহমান মাহবুব এর করা একটি আবেদন বাতিল ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কো‌র্টের আইনজীবি ব্যারিষ্টার এবিএম সিদ্দিকুর রহমান খান এর স্বাক্ষরিত প্রত্যয়ন এ জানা গে‌ছে, ২০২৩ সালের ২৪‌ মে আমানতগঞ্জস্থ জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওবায়দুর রহমান মাহবুব জেলা প্রশাসক বরিশালকে সভাপতি করে গঠিত এডহক কমিটি কেন অবৈধ হবে না এ সংক্রান্ত একটি রিট পিটিশন দাখিল করেন। ২৯ আগষ্ট ২০২৪ সুপ্রিম কো‌র্টের হাইকোর্ট ডিভিশনের মহামান্য বিচারক মোস্তফা জামান ইসলাম ও মাসুদ হাসান দোলনের দ্ব‌ৈত ব‌েঞ্চ শুনানী শ‌ে‌ষে আব‌ে‌দনটি খারিজ করে দ‌েন এবং জ‌েলাপ্রশাসক বরিশালক‌ে সভাপতি করে গঠিত ১৯ সদস্য‌ের এডহক কমিটিক‌ে ব‌ৈধ বল‌ে ঘা‌েষণা কর‌েন। এ কমিটি আগামী ৬ মাস‌ের মধ্য‌ে নির্বাচন‌ের মাধ্যম‌ে‌
পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন বল‌েও আদ‌েশ লিপিত‌ে উল্ল‌েখ করা হয়েছ‌ে।

সংবাদটি শেয়ার করুন